কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/১৪
(পৃ. ৩৫১-৩৫২)
১৪
বাদর বরখন, নীরদ গরজন,
বিজুলী চমকন ঘাের,
উপেখই কৈছে, আও তু কুঞ্জে
নিতি নিতি মাধব মাের।
ঘন ঘন চপলা চমকয় যৰ পহু
বজর পাত যব হােয়,
তুঁহুঁক বাত তব সমরয়ি প্রিয়তম
ডর অতি লাগত মােয়।
অঙ্গ-বসন তব ভীখত মাধব,
বারি বিরাম না মানে;
নিষ্ঠুর শ্রাবণ ঘন ঘন তীখন
মুঝ হৃদয়ে শর হানে।
বইস বইস পহু পুষ্প-শেজপর
পদযুগ দেহ পসারি,
সিক্ত চরণ তব মােছব যতনে
কুন্তলভার উঘারি।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর
রাখ বক্ষপর মাের,
তনু তব ঘেরব পুলকিত পরশে
বাহু মৃণালক ডাের।
ভানু কহে বৃকভানুনন্দিনী
প্রেমসিন্ধু মম কালা
তুঁহুঁক মিলনরসপানপিপাসিত
সব কছু সহবে জ্বালা।