ক্ষণিকা/নষ্ট স্বপ্ন
< ক্ষণিকা
(পৃ. ১০৪)
নষ্ট স্বপ্ন
কালকে রাতে মেঘের গরজনে
রিমিঝিমি বাদল-বরিষনে
ভাবতেছিলাম একা একা-
স্বপ্ন যদি যায় রে দেখা
আসে যেন তাহার মূর্তি ধ’রে
বাদলা রাতে আধেক ঘুমঘোরে॥
মাঠে মাঠে বাতাস ফিরে মাতি।
বৃথা স্বপ্নে কাটল সারারাতি।
হায় রে, সত্য কঠিন ভারী,
ইচ্ছামত গড়তে নারি—
স্বপ্ন সেও চলে আপন মতে।
আমি চলি আমার শূন্য পথে॥
কালকে ছিল এমন ঘন রাত,
আকুল ধারে এমন বারিপাত-
মিথ্যা যদি মধুররূপে
আসত কাছে চুপে চুপে
তাহা হলে কাহার হত ক্ষতি!
স্বপ্ন যদি ধরত সে মুরতি!