ক্ষণিকা/সমাপ্তি
< ক্ষণিকা
(পৃ. ২০৫-২০৬)
সমাপ্তি
পথে যতদিন ছিনু ততদিন
অনেকের সনে দেখা,
সব শেষ হল যেখানে সেথায়
তুমি আর আমি একা।
নানা বসন্তে নানা বরষায়
অনেক দিবসে অনেক নিশায়
দেখেছি অনেক, সহেছি অনেক,
লিখেছি অনেক লেখা-
পথে যতদিন ছিনু ততদিন
অনেকের সনে দেখা॥
কখন্ যে পথ আপনি ফুরালো,
সন্ধ্যা হল যে কবে-
পিছনে চাহিয়া দেখিনু, কখন্
চলিয়া গিয়াছে সবে।
তোমার নীরব নিভৃত ভবনে
জানি না কখন্ পশিমু কেমনে।
অবাক রহিনু আপন প্রাণের
নূতন গানের রবে।
কখন্ যে পথ আপনি ফুরালো,
সন্ধ্যা হল যে কবে॥
চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে
অশ্রুজলের রেখা।
বিপুল পথের বিবিধ কাহিনী
আছে কি ললাটে লেখা!
রুধিয়া দিয়েছ তব বাতায়ন,
বিছানো রয়েছে শীতল শয়ন,
তোমার সন্ধ্যাপ্রদীপ-আলোকে
তুমি আর আমি একা।
নয়নে আমার অশ্রুজলের
চিহ্ন কি যায় দেখা॥