খুকুমণির ছড়া/১০৫
(পৃ. ৯১-৯২)
ধিন্তা নাচন
১০৫
ধিন্তা নাচন, মধুর বচন, তোমরা বল কি?
মনের আনন্দে আমি খোকন নাচাচ্ছি!
নাচিতে নাচিতে খোকার গা হ’ল আগুন;
খোকার শাশুড়ী তত্ত্ব দিল, গোটা দুই বেগুন।
আর নেচ না যাদুমনি, চরণ হ’ল ভারী,
ঘাম দিল চাঁদমুখে, খোকার কাছে হারি!
⁕