খুকুমণির ছড়া/১৩৩

আয় বৃষ্টি

১৩৩

আয় বৃষ্টি হেনে, ছাগল দেবো মেনে,
ছাগ্‌‌লার মা বুড়ী, কাঠ্ কুড়ুতে গেলি,
ছ'খান কাপড় পেলি’, ছ’ বৌকে দিলি।
আপনি মরিস্ জাড়ে, কলাগাছের আড়ে,
কলা পড়ে ঢুপ্-ঢাপ্, বুড়ী খায় গুপ্-গাপ।

আয় রে বুড়ি কামার বাড়ী,
তোকে দেবো হাতা বেড়ী।
আয় রে বুড়ী কুমোর বাড়ী,
তোকে দেবো হাঁড়ী কুড়ী।
আয় বুড়ী ঢাকা, তোকে দেবো টাকা।
আয় রে বুড়ী কল্‌‌‌কেতা,
তোকে দেবো ছেঁড়া কাঁথা।
আয় রে বুড়ী বদ্ধমান,
তোকে দেবো জলপান।
বদ্ধমানের রাঙা মাটি,
বুড়ীকে ধ’রে কচ্ ক’রে কাটি!