খুকুমণির ছড়া/১৫৪
(পৃ. ১২০)
টাপুর টুপুর
১৫৪
বৃষ্টি পড়ে টাপুর্ টুপুর, নদী এল বাণ,
শিবঠাকুরের বিয়ে হ’ল তিন কন্যে দান।
এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান,
এক কন্যে গোসা ক'রে বাপের বাড়ী যান!
বাপেদের তেল সিঁদূর, মালীদের ফুল,
এমন খোপা বেঁধে দেবো, হাজার টাকা মূল।
⁕