খুকুমণির ছড়া/১৫৯

কল্মীলতা

১৫৯

হ্যা দেখ্ লো কল্মীলতা,
জল শুকুলে থাক্‌‌বি কোথা?
জল শুকুলে থাক্‌বো বনে।
বনে যে বাগ্দী ম’ল,
চিড়ে দৈ খেতে হ’ল!
দেয় না রাজা পথ খরচা,
বাঁধাবো তোর ঘর-দরজা!
আস্‌‌বে বাবু ভেয়ে,
দেখ্‌‌বে চেয়ে চেয়ে,
আর, প'ড়্‌‌বে আছাড় খেয়ে!