ধন-ধন-ধন-ধোনা

১৬

ধন-ধন-ধন-ধোনা,
চোত বোশেখের বেনা!
ধন বর্ষাকালের ছাতা,
জাড়কালের কাঁথা,
ধন চুল বাঁধ্‌‌বার দড়ি,
হুড়্‌‌কো দেবার নড়ি;

পেতে শুতে বিছানা নেই,
ধন ধুলোয় গড়াগড়ি!
ধন পরাণের পেটে;
কোন্ পরাণে বল্‌‌বো রে ধন,
যাও কাদাতে হেঁটে!
ধন-ধোনা-ধন-ধন,
এমন ধন যার ঘরে নাই,
তার বৃথাই জীবন!