খুকুমণির ছড়া/১৬২
(পৃ. ১২৪)
কে বলে রে
১৬২
কে বলে রে আমার গোপাল বোঁচা,
সুখ-সাগরের মাটি এনে,
নাক করিব সোজা!
কে বলে রে আমার গোপাল কালো,
পাট্না থেকে হলুদ এনে,
দেশ করিব আলো!
কে বলে রে আমার গোপাল নেড়া,
বাঁশ্নী বাঁশের ঝাড় কেটে,
গড়িয়ে দেবো আড়া!
⁕