খুকুমণির ছড়া/১৬৭

কুকুর ও বিড়াল

১৬৭

বিড়াল। ভাব চিন্ত কর কি?
পিঁড়িতে ব’সেছি ঠাকুরঝি!
কুকুর। ছেঁচো কুটো মুড়ো মাথা,
তবু না ছাড় বড়া’য়ের কথা!

[ পরদিন বিড়ালের দশা দেখিয়া ]

কুকুর। কাল যে বড় শুনিয়েছিলে
চ্যাটং চ্যাটং কথা!
বিছুলীর দড়ি গলায় দিয়ে,
এখন, যাওয়া হচ্ছে কোথা?
বিড়াল। পাখী জুখী খাইনে এখন,
ধর্ম্মে দিছি মন,
তুলসীর মালা গলায় দিয়ে
যাচ্ছি বৃন্দাবন!