খুকুমণির ছড়া/১৮৩
(পৃ. ১৩৬)
আমার পুঁটু
১৮৩
পুঁটু যদি রে কাঁদে,
আমি ঝাঁপ দিব রে বাঁধে!
পুঁটু যদি রে হাসে,
আমি উঠব্ হেসে হেসে!
পুঁটু না কি রে কেঁদেছে,
ভিজে কাঠে রেঁধেছে?
কাল যাব মা গঞ্জেরহাট,
কিনে আন্ব শুক্নো কাঠ;
পুঁটু রাঁধবে ডাল ভাত,
আমি কাট্ব আঙট্ পাত।
⁕