খুকুমণির ছড়া/১৮৭

মাসী পিসী

১৮৭

মাসী পিসী বনগাঁ-বাসী, বনের মধ্যে ঘর,
কখন মাসী বলেন না যে, খই মোয়াটা ধর!
কিসের মাসী, কিসের পিসী, কিসের বৃন্দাবন,
এত দিনে জানিলাম, মা বড় ধন!
মাকে দিলাম সরু শাঁখা, বাপ্‌‌কে নীলে ঘোড়া,
আপনি যাব গৌড়, আন্‌‌ব সোনার ময়ূর,
দেব ভা’য়ের বিয়ে, ফুল-চন্দন দিয়ে!
কলসীতে তেল নাইক, নাচ্‌‌ব থিয়ে থিয়ে!
এক দিকে রে বেগুণ ভাজা, এক দিকে রে ঝোল,
নাচ ত কলাবউ, বাজিছে ঢোল!