খুকুমণির ছড়া/১৯১

কৈ

১৯১

বুড়ী লো বুড়ী, দাখানা কৈ?
সূতারে নিয়েছে!
সূতার কৈ? পিঁড়ি চাঁছে।
পিঁড়ি কৈ? বৌ ব’সেছে।
বৌ কৈ? জলে গেছে।
জল কৈ? ডাউক খেয়েছে।
ডাউক কৈ? বনে গেছে।
বন কৈ? পুড়ে গেছে।
ছাই-পাঁশ কৈ? ধোপা নিয়েছে।
ধোপা কৈ? কাপড় কাচে।
কাপড় কৈ? রাজা পরেছে।
রাজা কৈ? সভায় গেছে!
সভা কৈ? ভেঙ্গে গেছে!