খুকুমণির ছড়া/১৯৩

ঘু ঘু ঘু

১৯৩

ঘু ঘু ঘু, মেথী সু।
সইলো সই, তোর পুত কৈ?
মোর পুত জলে। কি মাছ ধরে?
সৱম পুঁ'টি। কি দে কুটি?

ভাঙ্গা বঁটি। মরিচের গুঁড়ো
পোথায় পাব?. বেণে বৌ’র কাছে।
বেণে বৌ কোথা? নাইতে গেছে।
সোনাকুড়ে প'ড্‌‌বি, না, ছাইকুড়ে প'ড্‌‌বি?