খুকুমণির ছড়া/১৯৮

আবদার

১৯৮

দাদা গো দাদা, সহরে যাও,
তিন টাকা ক'রে মাইনে পাও!
দাদার গলায়-তুলসীমালা,
বউ বরণে চন্দ্রকণা!
হেই দাদা তোর পায়ে পড়ি,
বউটা দে না, খেলা করি!