খুকুমণির ছড়া/২০৯

উলু উলু

২০৯

উলু উলু মাদারের ফুল,
বর আস্‌ছে কত দূর?
বর আস্‌ছে বাঘ্‌‌না পাড়া—
বড় বৌ গো, রান্না চড়া।
ছোট বৌ গো, জল্‌‌কে যাও;
জলের ভিতর ন্যাকাজোকা,
ফুল ফুটেছে চার্কা চাকা!
ফুলের বরণ কড়ি,
নটে শাকের বড়ি!