খুকুমণির ছড়া/২২৭

কনক চাঁপা

২২৭

উলু উলু মাদারের ফুল,
বর আস্‌‌ছে কত দূর?
বরের মাথায় চাঁপা ফুল,
কনের মাথায় টাকা;
এমন বরকে বিয়ে দেব,
তার গোঁফ্‌‌জোড়াটি পাকা!
ভাল ত বেণী বিনিয়েছে রাণী,
বেণীর আগায় সোনার ঝাঁপা,
মাঝে মাঝে তার কনক চাঁপা।