ইক্‌ড়ি মিক্‌ড়ি

২৩

ইক্‌ড়ি মিক্‌ড়ি চাম চিক্‌ড়ি,
চাম কাটে মজুমদার,
দামোদর ছুতারের পো,
হিঙুল গাছে বেঁধে থো।
হিঙুল করে কড়্, মড়্;
দাদা দিলে জগন্নাথ;
জগন্নাথের হাঁড়ি কুড়ি;
দুয়োরে ব'সে চাল কাঁড়ি;
চাল কাঁড়্‌‌তে হ’ল বেলা,
ভাত খাওসে দুপুর বেলা।
ভাতে প’ড়্‌‌লো মাছি,
কোদাল দিয়ে চাঁছি!
কোদাল হ’ল ভোঁতা,
খা ছুতরের মাথা!