খুকুমণির ছড়া/২৪৩

পাঠশালে যাওয়া

২৪৩

খোকা যাবে পাঠশালে,
পাত্‌‌তাড়ি বগলে।
লেখাপড়া অষ্টরম্ভা
ফটর ফটর চলে,
খোকার লম্বা কোঁচা দোলে।