খুকুমণির ছড়া/২৪৬

নলিনবালা

২৪৬

আয় পাখী লেজঝোলা,
তোকে দেব দুধ কলা।
দেখে যা আমার নলিনবালা,
শুয়ে কেমন কচ্ছে খেলা!
মুখে তুলেছে থুথু-গাঁজ্‌‌লা
চোখে মেখেছে কালি-কাজ্‌‌ল।
আমার নলিনকে নিয়ে ক’র্‌‌সে খেলা।