খুকুমণির ছড়া/২৫৪

পানকৌটি

২৫৪

পানকৌটি, পানকৌটি, ডাঙ্গায় ওঠ সে,
তোমার শাশুড়ী ব’লে গেছে, বেগুন কোট সে!
ও বেগুনটি কুট না, বীজ রেখেছে,
ও দুয়ারে যেও না, বঁধু এসেছে,
বঁধুর পান খেও না, ভাব লেগেছে,
ভাব ভাব কদমের ফুল ফুটে উঠেছে!
আজ বঁধুর গায় হলুদ, কাল বঁধুর বিয়ে,
বঁধুকে নিয়ে গেল বকুলতলা দিয়ে।
বকুল ফুল কুড়ুতে গিয়ে, পেয়ে গেলুম মালা,
রাম শালিকের বাদ্দি বাজে, তুলারামের খেলা!

নাচ ত ভাই তুলারাম, কাঁকাল বাঁকিয়ে,
আলো চাল খেতে দেব ট্যাপর্ ভরিয়ে।
আলো চাল খেতে খেতে গলা হ’ল কাঠ,
কতক্ষণে যাব রে ভাই, তিরপুণীর ঘাট।
তিরপুণীর ঘাটে রে ভাই, বালি ঝক্ ঝক্ করে,
চাঁদমুখেতে রোদ্ লেগেছে, ডালিম ফেটে পড়ে!