খুকুমণির ছড়া/২৫৭

ননীর গোপাল

২৫৭

ননীর গোপাল, ননীর শরীর, নধর নধর গা,
পাড়াপড়্‌‌শী ডাক্‌‌লে কারো ঘরকে যেও না!
তুমি আমার বুকভরা ধন, পরাণ পুতলি,
ঘরে থাকো বাছা আমার, উঠান আলো করি!