খুকুমণির ছড়া/২৬৭

খোকনের বিয়ে

২৬৭

ও পারেতে কুলগাছটি নৈ ছাগলে খায়,
তার তলা দে আমার খোকন বিয়ে কর্ত্তে যায়!
বিয়ে কর্ত্তে গিয়ে খোকন কি পায় যতুক্?
হাতে পায় হীরের বালা, মাথায় মটুক্।
শাশুড়ী এসে বলে, “জামাই, কেমন না কালো!”
শ্বশুর এসে বলে, “জামাই ঘর ক’রেছে আলো!”