খুকুমণির ছড়া/২৭৫

ঢোল বাজে

২৭৫

ঢোল বাজে গামুর গুমুর, সানাই বাজে রইয়া,
পয়ার পুতে নিত আইছে, ঢোলে বাড়ি দিয়া।
আওলো খেলার সই, খেলার সাজু লইয়া,
আর্ ত খেল্‌‌তাম না, পরার ঘরে গিয়া!