খুকুমণির ছড়া/২৮১

কুড়িয়ে পাওয়া

২৮১

এত দিন ছিল ধন, কোন্ হিজুলীর বনে?
দুখিনীর দুঃখ দেখে, এলেন ঘনে ঘনে,
ষষ্ঠীতলার বাণে, কুড়িয়ে পেলাম ধনে!