খুকুমণির ছড়া/২৮৪

লক্ষ্মী সোনা

২৮৪

খোকা আমার সোনা,
চার পুকুরের কোণা!
বাড়ীতে সেক্‌‌রা ডেকে, মোহর কেটে,
গড়িয়ে দেবো দানা—
তোমরা কেউ ক'রো না মানা!
খোকা আমাদের লক্ষ্মী,
গলায় দেবো তক্তি,
কাঁকালে দেবো হেলে,
পাক্ দিয়ে দিয়ে বেড়াবে
বড়মান্‌‌ষের ছেলে।