লক্ষ্মী ছেলে
৩০৩
এস রে আমার লক্ষ্মী ছেলে ধুলোয় কেন পড়ি? কেউ কি কিছু ব’লেছে রে— দিচ্ছ গড়াগড়ি! দুধে ভাতে খাবে চল রে চল আমার সোনা, যা চাইবে, তাই পাবে ধন, কেঁদ না, কেঁদ না!