খুকুমণির ছড়া/৩১০

ঘুঘুর মরণ

এ পারেতে বেণা, ও পারেতে বেণ,
মাছ ধ'রেছি চুনো-চানা!
হাঁড়ির ভিতর ধনে, গৌরী বেটি কনে,
নকা বেটা বর;
ট্যাঁক্‌‌শালেতে চাক্‌‌রি করে, ঘুঘুডাঙ্গায় ঘর।
ঘুঘুডাঙ্গায় ঘুঘু মরে চালভাজা খেয়ে,
ঘুঘুর মরণ দেখ্‌‌তে যাবো এয়ো শাঁখা প'রে;
শাঁখাটি ভাঙ্‌‌লো, ঘুঘুটি ম'লো!