খুকুমণির ছড়া/৩১৩

ভোঁদড় নাচ

ভোঁদড় শিয়ালি,
বর্ষার চার মাস ভোঁদড় কোথায় ছিলি?
ভোঁদড় এলে এলে যায়,
ভোঁদড় কাঁকড়া কুচে খায়!
বাড়ীর বেগুণ ডোবার মাছ,
তা দেখে দেখে ভোঁদড় নাচ!