খুকুমণির ছড়া/৩৩২
(পৃ. ২১৪)
ঐ আস্ছে
৩৩২
মামাদের পুকুরে ফেলিলাম জাল,
তাহাতে উঠিল এক রাঘব বোয়াল।
মাছ উঠেছে, মাছ উঠেছে, কুট্বে কে?
ঐ আস্ছে কুটুনি, বঁটি হাতে ক’রে।
কোটা হ'ল, ভাল হ'ল, ধোবে কে?
ঐ আস্ছে ধুউনি খালুই হাতে ক'রে।
ধোয়া হ'ল, ভাল হ'ল, রাঁধ্বে কে?
ঐ আস্ছে রাঁধুনী, কড়াই হাতে ক'রে!
রাঁধা হ'ল, ভাল হ'ল, খাবে কে?
ঐ আস্ছে খাউনি, থালা হাতে ক'রে।
খাওয়া হ'ল, ভাল হ'ল, পান দেবে কে?
ঐ আস্ছে খোকনমণি পান হাতে ক'রে।
⁕