খুকুমণির ছড়া/৩৪৩
(পৃ. ২১৯-২২১)
হাতী ও বেঙী
৩৪৩
পথের মাঝে বেঙী ব'সে,
বেঙ ছিলেন ঘুমিয়ে;
সেই পথে এক হাতী গেলো
বেঙেরে ডিঙিয়ে।
দেখে বেঙী রেগে বলে,
“আরে বেটা গোদা-পাও,
এত বড় সাধ্যি তোমার
মোর প্রভুকে ডিঙিয়ে যাও?
যদি প্রভু জাগ্তো
তবেই ত খুনোখুনি লাগ্তো!”
শুনে হাতী হেসে বলে,
“ও লো ভেচ্কা-মুখী!
তোর প্রভু কি ক'র্তে পারে,
তুই বা পারিস্ কি?
যদি আমি মনে করি,
তোর প্রভুকে চট্কে মারি।”
রেগে বেঙী বলে যেয়ে
ছুঁচোর মেয়ের কাছে;
“ও লো গন্ধবেনের ঝি,
কথা শুনে গা জ্বালা করে
আমি না কি ভেচ্কা মুখী?”
ছুঁচোর মেয়ে মুচ্কি হেসে
বলে কদর ক'রে,
“রূপের ডালি বিদ্যাধরী,
তুমি যাও ঘরে;
ছোট লোকের সঙ্গে কি কেউ
বাক্যি আলাপ করে?”