খুকুমণির ছড়া/৩৮৮

যাই কোথা?

মশার জ্বালায় বাঁচি না লো, মশা ভন্-ভন্ করে,
মশার জ্বালায় গেলাম বনে, বাঘে দাঁত ঝাড়ে।
বাঘের ভয়ে গেলাম জলে, কুমীর এল ছুটে,
কুমারের ভয়ে গেলাম বাড়ী, দাসীর মুখ ফুটে।
দাসীর ভয়ে গেলাম ঘরে, ননদে মন্দ বলে,
ননদের ভয়ে রাধ্‌‌তে গেলাম, শাশুড়ী উঠে জ্বলে'!
রাগ করো না শাশুড়ী গো, আমি তোমার মেয়ে,
তুমি যদি তাড়াও, বলো দাঁড়াই কোথা যেয়ে!