খুকুমণির ছড়া/৩৯৮

যায় না যেন

আকাশ যুড়ে মেঘ ক'রেছে, সূয্যি গেল পাটে,
খুকু গেছে জল আন্‌‌তে পদ্মদীঘির ঘাটে।
পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল,
হেঁটোর নীচে দুল্‌‌ছে খুকুর গোছা ভরা চুল।
বৃষ্টি এলে ভিজ্‌‌বে সোনা, চুল শুখানো ভার,
জল আন্‌‌তে খুকুমণি যায় না যেন আর।