কাল সোনা

৭২

ওরে আমার কাল সোনা,
বউ মেরেছে তিন্‌‌টে ঠোনা!
তা ব’লে কি দুধ খাবে না?
বেঁচে থাক্ রে চূড়াবাঁশী,
কত শত আসবে দাসী;
সবাই মিলে খেলে ননী,
বাঁধা গেল আমার নীলমণি!