আয় রে ছেলের পাল

আয় রে আয় ছেলের পাল, মাছ ধ’র্‌‌তে যাই,
মাছের কাঁটা পায় ফুটেছে, দোলায় চেপে যাই;
দোলার আছে ছ'পণ কড়ি, গুণ্‌‌তে গুণ্‌‌তে যাই।
বড় শাঁখাটি, ছোট শাঁখাটি ঝামুর ঝুমুর করে,
তিন কড়ার খয়ের কিনে দুগ্‌গা হেন জ্বলে!

আজ দুগ্‌‌গার অধিবেস, কাল দুগ্‌গার বে,
তিন মিন্‌‌ষে নেড়া ফকির কোমর বেঁধেছে।
কোমরে কদম্বের ফুল ফুটে উঠেছে।
একটি নিলেন গুরুঠাকুর, একটি নিলেন টে,
টিয়ের বাপের বে, লাল গাম্‌ছা দে!
লাল গাম্‌‌ছা খসর মসর, ধোপার বাড়ী দে।
ও ধুপুনি, ও ধুপুনি কাপড় কেচে দে,
তোর বিয়েতে নাচ্‌‌তে যাব ঢুলকী কিনে দে!