খুকুমণির ছড়া/৮৫
(পৃ. ৭৮-৭৯)
ষোল কৈ
৮৫
ষোল কৈ ষলুয়ে,
দুটা গেল তার পালিয়ে।
তবুও ত থাকে চৌদ্দ?
দুটা নিয়েছে বেড়াল বৈদ্য।
তবুও ত থাকে বার?
হারিয়ে গেল দুটা আরো।
তবুও ত থাকে দশ?
দুটা দিয়ে কিনেছি রস।
তবুও ত থাকে আট?
দুটা দিয়ে কিনেছি কাঠ।
তবুও ত থাকে ছয়?
ঘরে আছে মেনি বিড়াল,
তার জন্যে দুটা রয়।
তবুও ত থাকে চার?
জলে গেল দুটা তার।
তবুও ত থাকে দুই?
ঘরে আছে রোগা ছেলে,
তার জন্যে একটা থুই।
তবুও ত থাকে এক?
চক্ষু খেয়ে পাতের দিকে চেয়ে দেখ!
আমি যাই মানুষের ঝি,
তাই একে একে হিসাব দি!
তুই যদি হ’স্ ভাল মান্ষের পো,
তবে, কাঁটাখান্ খেয়ে, মাছখান্
আমার জন্যে থো!