খুকুমণির ছড়া/৯১
(পৃ. ৮৩-৮৪)
খুকু যাবে শ্বশুর বাড়ী
৯১
খুকু যাবে শ্বশুর বাড়ী,
সঙ্গে যাবে কে?
বাড়ীতে আছে হুনো বেড়াল,
কোমর বেঁধেছে।
আম কাঁঠালের বাগান দেবো,
ছায়ায় ছায়ায় যেতে;
শান-বাঁধান ঘাট দেবো,
পথে জল খেতে।
ঝাড়-লণ্ঠন জ্বেলে দেবো,
আলোয় আলোয় যেতে;
উড়্কি ধানের মুড়্কি দেবো,
শাশুড়ি ভুলাতে!
শাশুড়ি ননদ ব’ল্বে দেখে,
“বৌ হয়েছে কালো!”
শ্বশুর ভাসুর ব’ল্বে দেখে,
“ঘর করেছে আলো!”
⁕