তাক্ ধুমাধুম্

৯৬

ডালিম গাছে পরভু নাচে
তাক্ ধুমাধুম্ বাদ্দি বাজে।
আই গো চিনতে পার?
গোটা দুই অন্ন বাড়।
অন্নপূর্ণা দুধের সর,
কাল যাব গো পরের ঘর!
পরের বেটা মার্‌‌লে চড়,
কাঁদ্‌‌তে কাঁদ্‌‌তে খুড়োর ঘর।
হেই খুড়ো তোর পায়ে ধরি,
রেখে আয় গো মায়ের বাড়ী।
মা দিলে সরু শাখা, বাপ দিলে শাড়ী;
ভাই দিলে হুড়্‌‌কো ঠেঙ্গা, চল শ্বশুরবাড়ী!