অতিথি

কে তুমি আজানা অতিথি?
ছাপিয়া আলোক,
ছাপিয়া তপনে
ঘনায় বাদল
গগনে ভুবনে,
এমন সময়
বাতায়ন পথে
পশিলে কেমন এ রীতি?

কেন আগমন গোপনে?
অচেনা ফুলের
কোমল সুরভি
মাথা দেহে তব—

তুমি কোন্ কবি;
কোন্ জগতের
রূপ-রস-গান
লুটিছে তোমার চরণে?

কি এক বিপুল পুলকে—
অনিমেষ আঁখি
তোমার দরশে
শিহরি উঠিনু
চকিত পরশে
মধুর বাণীর
অজানা রাগিণী
ধ্বনিছে দ্যুলোকে ভূলোকে?

রাজদূত তুমি চিনেছি—
নব কিশলয়
আমের মুকুলে
বাতাসে তোমার
উত্তরি দোলে
মনে পড়ে এক
সোনার স্বপনে
তোমারেই যেন হেরেছি!

যে লিপি এনেছ বহিয়া
ফাগুনের বনে
যেথা ফুল-হাট
সে লেখা সেথায়

করিয়াছি পাঠ—
আমার মনের
নিভৃত লোকে
ধ্যানে ওঠে তাহা ফুটিয়া!