খোঁজে

বাঁধন হারা
মনটি আমার দূর আকাশে
ঘুরেই সারা।
ধরার পরে জ্বালিয়ে আগুন
ডাক্‌ছে মোরে রঙ্গিন ফাগুন,
রচে ভুবন ফুলের স্বপন
মায়ার কারা,
নীলের দেশে ডাক্‌ছে আবার
গ্রহ-তারা।

সবুজ বনে
গাইছে পাখী করুণ সুরে
আপন মনে।
অসীম পথে সীমার রেখা
কোথাও যে হায় যায় না দেখা,
ঘুর্‌ছি তবু কিসের খোঁজে
মেঘের সনে,
শেষ হবে মোর এই ভ্রমণের
কোন্ সে ক্ষণে?

ছুট্‌তে একা,
লাগিয়ে ধাঁধাঁ ঘনায় নিবিড়
আঁধার লেখা।

কোন্ দিকে যাই—দৃষ্টিহারা,
অচিন্ পথে চলার ধারা
জানলে পরে হয়তো আবার
পাবই দেখা
দিগন্তে সে হারা মণির
উজল রেখা।