খোঁজে/মিলন
মিলন
আজ আমারে ডাক দিয়েছে
অরুণ আলোর রেখা
ছড়িয়ে তাহার আবির-রাঙ্গা হাসি,
মাঠের পথে তরুতলায়
আলো-ছায়ায় একা
রাখাল বালক বাজায় তখন বাঁশী।
স্বপন ফুলের আঁজলা ভরা
ঘুমের দেশের রাণী
নয়ন হ’তে জালখানি তার তোলে,
শিশির ধোওয়া ঘাসের ’পরে
বিছিয়ে আঁচল খানি
মনটি আমার হাওয়ার মতন দোলে।
শুকতারাটি বিদায় নিয়ে
বুঝি এতক্ষণ
চলে গেছে গগন পারের ঘরে,
বাতাস কহে কাণে কাণে
আজকে নিমন্ত্রণ
সকল ধরায় আছে আমার তরে।
নীল আকাশের নিবিড় মেঘের
ঘন কাজল লেখা
আমায় বলে যেতে তা’দের দেশে,
আলোক রাণীর সাধের মেয়ে
রাম ধনুকের রেখা
আমার পানেই চাইল মধুর হেসে।
আলিঙ্গনে বাঁধে আমায়
উদার আকাশ খানি,
শিশুর মত সরল আঁখি তুলে
বন আমারে কহে তাহার
জীবন ভরা বাণী
কেমন করে বরণ ফুটায় ফুলে।
আমার সাথে সখী পাতায়
শ্যামল কিসলয়,
জানায় তাহার যত মনের ব্যথা,
নিখিল প্রাণের সাথে আমার
হয় যে পরিচয়
শুনি তাদের সুখ-দুঃখের কথা।