গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান/প্রথম তফসিল

প্রথম তফসিল

[৪৭ অনুচ্ছেদ]

অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন

 ১৯৫০ সালের পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন (১৯৫১ সালের আইন নং ২৮)।

 ১৯৭২ সালের বাংলাদেশ (শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বগ্রহণ) আদেশ (অস্থায়ী রাষ্ট্রপতির ১৯৭২ সালের আদেশ নং ১)।

 [][* * *]

 [][১৯৭২ সালের বাংলাদেশ সরকার (কর্মবিভাগসমূহ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৯)]

 ১৯৭২ সালের বাংলাদেশ শিপিং কর্পোরেশন আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১০)।

 [][১৯৭২ সালের বাংলাদেশ (উদ্বাস্ত সম্পত্তি পুনরুদ্ধার) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১৩)]

 [][১৯৭২ সালের বাংলাদেশ সরকারী কর্মচারী (অবসরগ্রহণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১৪)]

 ১৯৭২ সালের বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও বিলি-ব্যবস্থা) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১৬)।

 ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাঙ্ক (রাষ্ট্রায়ত্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৬)

 ১৯৭২ সালের বাংলাদেশ শিল্পোদ্যোগ (রাষ্ট্রায়ত্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৭)

 ১৯৭২ সালের বাংলাদেশ অভ্যন্তরীণ জলযান কর্পোরেশন আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৮)

 ১৯৭২ সালের বাংলাদেশ (সম্পত্তি ও পরিসম্পৎ ন্যস্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৯)।

 ১৯৭২ সালের বাংলাদেশ বীমা (জরুরী বিধানাবলী) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৩০)।

 [][১৯৭২ সালের বাংলাদেশ নিত্যব্যবহার্য দ্রব্য সরবরাহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৪৭)]

 [][১৯৭২ সালের বাংলাদেশ তফ্‌সিলভুক্ত অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫০)]

 [][১৯৭২ সালের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী সংগঠনসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৪)]

 [][১৯৭২ সালের বাংলাদেশ পাট রপ্তানী সংস্থা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৭)]

 ১৯৭২ সালের পানি ও বিদ্যুৎ উন্নয়ন পর্ষদসমূহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৯)।

 [][১৯৭২ সালের বাংলাদেশ সরকার (সার্ভিসেস্ স্ক্রীনিং) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৬৭)]

 [১০][১৯৭২ সালের বাংলাদেশ সরকার হাট ও বাজার (ব্যবস্থাপনা) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৭৩)]

 [১১][১৯৭২ সালের বাংলাদেশ সরকার ও আংশিক স্বায়ত্তশাসিক প্রতিষ্ঠানসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৭৯)]

 ১৯৭২ সালের বাংলাদেশ বীমা (রাষ্ট্রায়ত্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৯৫)।

 ১৯৭২ সালের বাংলাদেশ ভূমি জিরাত (সীমাবদ্ধকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৯৮)।

 [১২][১৯৭২ সালের বাংলাদেশ বিমান আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১২৬)]

 ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাঙ্ক আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১২৭)।

 ১৯৭২ সালের বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১২৮)।

 ১৯৭২ সালের বাংলাদেশ শিল্প ব্যাঙ্ক আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১২৯)।

 এবং রাষ্ট্রপতির আদেশসহ প্রচলিত আইনের দ্বারা কৃত উপরি-উক্ত আইন ও আদেশসমূহের সকল সংশোধনী।

  1. “১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৮)” লিপিবদ্ধ বিষয়টি The Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation Order No. IV of 1978) এর 2nd Schedule বলে বিলুপ্ত।
  2. “১৯৭২ সালের বাংলাদেশ সরকার (কর্মবিভাগসমূহ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৯)” লিপিবদ্ধ বিষয়টি The Government of Bangladesh (Services) (Repeal) Ordinance, 1975 (Ordinance No. XLIV of 1975) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  3. “১৯৭২ সালের বাংলাদেশ (উদ্বাস্ত সম্পত্তি পুনরুদ্ধার) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১৩)” লিপিবদ্ধ বিষয়টি ২৬-৯-১৯৭৫ইং তারিখে অতিবাহিত।
  4. “১৯৭২ সালের বাংলাদেশ সরকারী কর্মচারী (অবসরগ্রহণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১৪)” লিপিবদ্ধ বিষয়টি The Public Servants (Retirement) Ordinance, 1973 (Ordinance No. XXVI of 1973) এর ১২ ধারাবলে বিলুপ্ত।
  5. “১৯৭২ সালের বাংলাদেশ নিত্যব্যবহার্য দ্রব্য সরবরাহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৪৭)” লিপিবদ্ধ বিষয়টি the Bangladesh Consumer Supplies Corporation (Repeal) Act, 1981 (Act No. III of 1981) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  6. “১৯৭২ সালের বাংলাদেশ তফসিলভুক্ত অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫০)” লিপিবদ্ধ বিষয়টি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ১৪ নং আইন) এর ৩৬ ধারাবলে বিলুপ্ত।
  7. “১৯৭২ সালের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী সংগঠনসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৪)” লিপিবদ্ধ বিষয়টি the Regulation of Salary of Employees Laws Repeal Ordinance, 1977 (Ordinance No. XLII of 1977) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  8. “১৯৭২ সালের বাংলাদেশ পাট রপ্তানী সংস্থা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৭)” লিপিবদ্ধ বিষয়টি বাংলাদেশ পাট কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৮৫ (১৯৮৫ সনের ৩০ নং অধ্যাদেশ) এর ১৯ ধারাবলে বিলুপ্ত।
  9. “১৯৭২ সালের বাংলাদেশ সরকার (সার্ভিসেস্ স্ক্রীনিং) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৬৭)” লিপিবদ্ধ বিষয়টি the Government of Bangladesh (Services Screening) (Repeal) Ordinance, 1977 (Ordinance No. XV of 1977) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  10. “১৯৭২ সালের বাংলাদেশ সরকার হাট ও বাজার (ব্যবস্থাপনা) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৭৩)” লিপিবদ্ধ বিষয়টি the Bangladesh Government Hats and Bazars (Management (Repeal) Ordinance, 1975 (Ordinance No. LIX of 1975) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  11. “১৯৭২ সালের বাংলাদেশ সরকার ও আংশিক স্বায়ত্তশাসিক প্রতিষ্ঠানসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৭৯)” লিপিবদ্ধ বিষয়টি the Regulation of Salary of Employees Laws Repeal Ordinance, 1977 (Ordinance No. XLII of 1977) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  12. “১৯৭২ সালের বাংলাদেশ বিমান আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ১২৬)” লিপিবদ্ধ the Bangladesh Biman Corporation Ordinance, 1977 (Ordinance No. XIX of 1977) এর ৩১ ধারাবলে বিলুপ্ত।