গীতবিতান/নাট্যগীতি/১১৮
< গীতবিতান
(পৃ. ৮০৭)
১১৮
শোন্ রে শোন্ অবোধ মন,
শোন্ সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ।
ভবের শুক্তি ভেঙে মুক্তিমুক্তা কর্ অন্বেষণ,
ওরে ও ভোলা মন।
১১৮
শোন্ রে শোন্ অবোধ মন,
শোন্ সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ।
ভবের শুক্তি ভেঙে মুক্তিমুক্তা কর্ অন্বেষণ,
ওরে ও ভোলা মন।