গীতবিতান/নাট্যগীতি/৪২
< গীতবিতান
(পৃ. ৭৮২)
৪২
ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না।
আজি সুখের দিনে জগত হাসিছে,
হেরো লো দশ দিশি হরষে ভাসিছে—
আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না।
সুখের দিনে, সখী, কেন ও ভাবনা।
৪২
ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না।
আজি সুখের দিনে জগত হাসিছে,
হেরো লো দশ দিশি হরষে ভাসিছে—
আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না।
সুখের দিনে, সখী, কেন ও ভাবনা।