গীতবিতান/নাট্যগীতি/৭৬

৭৬

বিরহে মরিব ব’লে ছিল মনে পণ,
কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ।
ভেবেছিনু অশ্রুজলে  ডুবিব অকূলতলে—
কাহার সোনার তরী করিল তারণ।