গীতবিতান/নাট্যগীতি/৮৯

৮৯

ওর  মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
ওর  মনের বেদন থাকবে মনে,  প্রাণের কথা ফুটবে না?

কঠিন পাষাণ বুকে লয়ে  নাই রহিল অটল হয়ে
প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না?