গীতবিতান/নাট্যগীতি/৯৩

৯৩

এই  একলা মোদের হাজার মানুষ  দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ  দাদাঠাকুর।
এই তো নানা কাজে,  এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ  দাদাঠাকুর।
সব মিলনে মেলার মানুষ  দাদাঠাকুর।
এই তো হাসির দলে,  এই তো চোখের জলে,
এই তো সকল ক্ষণের মানুষ  দাদাঠাকুর।
এই তো ঘরে ঘরে,  এই তো বাহির করে
এই আমাদের কোণের মানুষ  দাদাঠাকুর।
এই আমাদের মনের মানুষ  দাদাঠাকুর।