১১৫

হে মহাজীবন,হে মহামরণ,  লইনু শরণ, লইলু শরণ॥
আঁধার প্রদীপে জ্বালাও ও শিখা,
পরাও পরাও জ্যোতিষ টিকা— করো হে আমার লজ্জাহরণ।
পরশরতন তোমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো— ঘুচাও ঘুচাও সব আবরণ।