১২৭

সার্থক কর’ সাধন,
সান্ত্বন কর’ ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন॥
বিকশিত কর’ কলিকা,
চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা।
কর’ সুন্দর গীতমুখর নীরব আরাধন
অক্ষয় করুণাধন॥

চরণপরশহরষে
লজ্জিত বনবীথিখুলি সজ্জিত তুমি কর’ সে।
মোচন কর' অন্তরতর
হিমজড়িমা-বাধন
অক্ষয়করুণাধন॥