গীতবিতান/পূজা/২৬৪
< গীতবিতান
(পৃ. ১১৪)
২৬৪
শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে,
ধ্বনিল শুভ জাগরণগীত।
অরুণরুচি আসনে চরণ তব রাজে,
মম হৃদয়কমল বিকশিত॥_
গ্রহণ কর’ তারে তিমিরপরপারে,
বিমলতর পুণ্যকরপরশ-হরষিত॥
২৬৪
শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে,
ধ্বনিল শুভ জাগরণগীত।
অরুণরুচি আসনে চরণ তব রাজে,
মম হৃদয়কমল বিকশিত॥_
গ্রহণ কর’ তারে তিমিরপরপারে,
বিমলতর পুণ্যকরপরশ-হরষিত॥